This blog site will provided on various topics such as recent events,national and international issues, personalities. islamic article and sports. I hope you will be benefited from this site very much.Thank you

ক্রিস্তিয়ানো রোনালদো এবং মুসলিম নিপীড়িত জনগোষ্ঠি

 

  • বাম কর্নার থেকে রোনালদোর উদ্দেশ্যে বল, চিতার ন্যায় ক্ষিপ্রতায় সাতফুট উপর থেকে রোনালদোর হেড, j Rv‡j, `y`©všÍ গোওওওওওওওলল! চিরচেনা ‡mB সিইইউ সেলিব্রেশন! এই রোনালদোর সাথে আমরা সবাই পরিচিত আজ আমরা খেলার মাঠের বাহিরে অনন্য চরিত্রের অধিকারী ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে পরিচিত হবো


চিত্র:রোনালদোর সেলিব্রেশন


ক্রিস্টিয়ানো রোনালদো খেলার মাঠে যেমন বিশ্বসেরা ঠিক তেমনই সেরা তার মনদুস্থ, অসহায় এবং নির্যাতিত মানুষ দেখলে কেঁদে উঠে তার প্রাণঅনেক অসহায়,দুস্থ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই পর্তুগীজ সুপারস্টারসি আর সেভেন যেমন ফুটবলকে ভালবাসেন তেমনিভাবে ভালবাসেন অসহায়,দুস্থ নির্যাতিত মুসলমানদেরকেযুদ্ধবিদ্ধস্থ ফিলিস্তিনের মানুষ যখন সেহরি ইফতারের অভাবে রোজা পালন করতে পারছিলনা,শত ব্যস্ততার মধ্যেও সি আর সেভেন ভুলেনি তাদের হাহাকার! রোনালদোর দরদি মন নিজের একাউন্ট থেকে দেড় মিলিয়ন ইউরো দান করে তাদের জন্য সেহরি ইফতারের ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ১৪ কোটি টাকাফিলিস্তিনিদের প্রতি ভালবাসা তার মানবিকতাকে দিবালোকের ন্যায় স্বচ্ছ করে দেয়


চিত্র:ধন্যবাদ রোনালদো


ভিন্ন ধর্মাবলম্বী হয়েও ফিলিস্তিনের উপর বর্বর আচরনের প্রতি বরাবররই ক্ষুব্ধ সি আর সেভেন২০১৩ সালে ওয়ার্ল্ড কাপ বাছাইপর্বের ম্যাচে ইসরাইলের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করতে অস্বীকৃত জানানবিভিন্ন সময় যুদ্ধবিরোধী বক্তব্য দিয়ে শিরোনাম হয়েছেনবিশ্বজুড়ে যখনই মুসলমানেরা বিভিন্ন ভাবে নির্যাতিত,নিপীড়িত হয় রোনালদো ঠিক তখনই মুসলমানদের জন্য নানা উদ্যোগ আর সহযোগিতার হাত প্রসস্থ করেনতার এই অসামান্য মানবিকতা দেখে ভালবাসায় সিক্ত হয়ে সি আর সেভেন প্রেমি হয়ে উঠে কোটি কোটি ভক্তরাবলাবাহুল্য, এর আগেও যুদ্ধবিদ্ধস্থ ফিলিস্তিনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো২০১২ সালে ইসরাইলের পিলার অফ দ্যা ডিফেন্স অপেরসনের সময় গাজায় শিশুদের পড়াশোনার সাহায্যের জন্য নিলামে তুলেছিলেন তার ইউরোপে বর্ষসেরা স্ট্রাইকারের সম্মান অর্থাৎ গোল্ডেন বুটএরপর ইসরাইলের আক্রমণে স্বজন হারানো বছরের শিশু আহমেদ দাউসের সঙ্গে ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ ট্রেনিং ক্যাম্পে সাক্ষাৎ করেন রোনালদোতার সাথে ফটোসেশনের পর আহমেদের হাতে ক্লাবের পক্ষে থেকে উপহার দেওয়া জারসি তুলে দেন এ ম্যান উইথ গোল্ডেন হার্ট খ্যাত সি আর সেভেন । 


চিত্র:আহমদ দাউসের সঙ্গে হাস্যজ্জ্বল রোনালদো


শুধু ফিলিস্তিন নয় যুদ্ধ বিদ্ধস্থ সিরিয়াতেও তিনি অর্থ সহায়তা দিয়েছেন২০১৬ সালে সেভ দ্যা চিলড্রেনের এর মাধ্যমে তিনি অর্থ সহায়তা প্রদান করেছেনতখন সিরিয়া শিশুদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি বলেন,আশাহত হয়োনা আমি বিখ্যাত প্লেয়ার হতে পারি,কিন্তু সত্যিকারের হিরো আসলে তোমরাবাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের নিয়েও নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে এক ভিডিও বার্তা পোস্ট করেছিলেন পাঁচ বারের বর্ষসেরা এই তারকা ফুটবলারওই পোস্টে সবাইকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহবান জানান এবং অর্থ সহযোগিতার জন্যে সেভ দ্যা চিল্ড্রেনের একটি লিংক যুক্ত করেনসি আর সেভেন পৃথিবীর সবথেকে ধনী খেলোয়াড়সম্প্রতি এক জরিপে তিনি পৃথিবীর সবথেকে দানশীল খেলোয়াড়ও নির্বাচিত হন২০১৬ সালে ফিলিস্থিনের একটি সংস্থা রোনালদোকে "পারসন অব দ্যা ইয়ার’ প্রদান করেউইকিপিডিয়ার তথ্যমতে, তিনি সিরিয়াতে অসহায় শরনারথীদের জন্য প্রায় পাঁচ হাজার ঘর বানিয়ে দিয়েছেনভুমিকম্পে ক্ষতিগ্রস্থ নেপালি শিশুদের সেভ দ্যা চিল্ড্রেনের এর মাধ্যমে অনুদান প্রদান করেন রোনালদো১১ ৩ম চ্যাম্পিয়ন লীগ জেতার পর বোনাস হিসেবে পাওয়া লক্ষ  ইউরো একটি দাতব্য সংস্থায় দান করেনএছাড়া বিশ্বের অসংখ্য কেনসার নিরাময় কেন্দ্রে অর্থ সহযোগিতা দেন রোনালদো


চিত্র:সিরিয় অরফান


 ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় সুনামি থেকে বেঁচে ফেরা একটা ছেলের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেতার গায়ে ছিল পর্তুগালের জারসি। ওই ছেলের সাথে দেখা করতে ২০০৫ এর জুনে ইন্দোনেশিয়া উড়ে যান সি আর সেভেনমারতুনিজ নামের - শিশু তার বাবাকে বিশ্বকাপ বাছাইপর্বর দুইটি ম্যাচ দেখার ব্যাবস্থা করেন রোনালদোতার পড়াশোনার সম্পুর্ণ খরচ বহন করেন ক্রিস পরে সব খেলোয়াড়েরা মিলে ইন্দোনেশিয়ায় তাদের জন্য একটা বাড়ি বানিয়ে দেনবিশ্বকাপের বাছাইপর্ব খেলার পর তিনি ইন্দোনেশিয়া যান এবং সুনামিতে ক্ষতিগ্রস্থদের সাথে সাক্ষাৎ করেনসি আর সেভেন তার নিজস্ব খেলার সরঞ্জাম নিলামে তুলে ৬৬ হাজার পাউন্ড সংগ্রহ করে বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করেনহ্যা, ইনিই বিশসেরা ক্রিস্তিয়ানো রোনালদোকোটি কোটি মানুষের ভালবাসায় যিনি সিক্তনিপীড়িত মানুষের জন্য যার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন। বেঁচে থাকুক ক্রিস্তিয়ানো রোনালদো কোটি কোটি ভক্তের অন্তরে।  স্যালুট ক্রিস্তিয়ানো 🙏

 


তথ্যসূত্র: ইন্টারনেট,উইকিপিডিয়া,ওয়াশিংটন পোস্ট,আল জাজিরা ।

5 comments:

Powered by Blogger.